লেভানডোস্কির হ্যাটট্রিকে বায়ার্নের জয়

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে বায়ার্ন মিউনিখকে ট্রেবল উপহার দিয়েছেন রবার্ট লেভানডোস্কি। নতুন মৌসুমেও ধরে রেখেছেন ফেলে আসা মৌসুমের ফর্ম। শনিবার যেমন বুন্দেসলিগায় তুলে নিলেন দারুণ এক হ্যাটট্রিক। সুবাদে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে একরকম উড়িয়ে দিল হান্স ফ্লিকের দল।

এদিন ৫-০ গোলে জয় তুলে নেয় বায়ার্ন। দলের পক্ষে প্রথম তিনটি গোলই আসে লেভানডোস্কির পা থেকে। একটি করে গোল করেন লেরয় সানে ও জামাল মুসিয়ালা। দুজনই বদলি নেমে জাল খুঁজে নিয়েছেন।

এদিনও দারুণ কীর্তি লেখা হয়েছে লেভানডোস্কির নামের পাশে। পোল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় শুরুর পাঁচ রাউন্ডে ১০ গোল করলেন ৩২ বছর বয়সী তারকা।

মৌসুমে পঞ্চম ম্যাচে এসে হারের স্বাদ পাওয়া ফ্রাঙ্কফুর্ট ৫ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। আর পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন।

একই সময়ে দিনের অন্য ম্যাচে হের্টাকে ২-১ গোলে হারানো লাইপজিগ আছে শীর্ষে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।