তাহিরপুরে স্যানক্রেডের জনসচেতন মূলক প্রশিক্ষণ অনুষ্টিত

তাহিরপুর সুনামগঞ্জ অক্স্যফ্যাম ইন বাংলাদেশের এর অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) আয়োজনে রিকল ২০২১ প্রকল্প এর ওয়াস কমটির দক্ষতা,চাহিদা ও উদ্যোক্তামূলক বিষয়ে রিফ্রেসার ট্রেনিং অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের হল রুমে ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ার হোসেন মিলন এর উপস্থাপনায়,স্যানক্রেড ওয়েফেয়ার ফাউন্ডেশনের সিবিও সদস্যদের নিয়ে দিন ব্যাপী নারীওয়াস দলের কর্মদক্ষতার জন্য,স্বাস্থ্যসম্মত ল্যাপটিন ব্যবহার,নিরাপদ পানি,হাইজিন এই তিনটি বিষয় নিয়ে জনসচেতন মূলক বিষয় তুলে ধরা হয়।

এই তিনটি বিষয়ের উপর বিত্তি করে সাদা কাগজের মধ্যে সমস্যা ও সমাধানের গাছ অঙ্কন করে সবাইকে তাদের নিজ নিজ মতামতের সুযোগ করে দেয়া হয়েছে।যাতে সবাই স্বাস্থ্যসম্মত ল্যাপটিন,নিরাপদ পানি ও হাইজিন এর ব্যবহারে নিজেদের স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়তে
পারেন।