লালপুরে পুলিশের নারী নির্যাতন বিরোধী সমাবেশ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে সমাবেশ করেছে লালপুর থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) এক যোগে সকাল দশটায় লালপুর থানার অায়োজনে উপজেলার ১৩টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়।

সকালে লালপুর ত্রিমহনী মোড়ে অনুষ্ঠিত এই ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ বক্তব্য রাখেন লালপুর থানার ওসি সেলিম রেজা, লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার আব্দুর রাজ্জাক, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক পলাশ।
এছাড়াও সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ২শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃন্য অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করতে প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

১৬ অক্টোবার, ২০২০ at ২০:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআরটি/এমএআর