দুমকিতে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকি উপজেলায় বিট পুলিশিং’র উদ্যোগে ৫টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ১নং পাংগাশিয়া, ২নং লেবুখালী, ৩নং মুরাদিয়া, ৪নং আংগারিয়া ও ৫নং শ্রীরামপুর বিট পুলিশিং’র আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ং মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: নাসির হোসেন’র সভাপতিত্বে সমাবেশে বিট পুলিশিং’র দায়িত্বরত কর্মকর্তা এসআই সঞ্জীব কুমার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ চাকলাদার, আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো: আহসানুল হক, ইউপি সদস্য শিরিন আক্তার, মহিলা আ’লীগের সভানেত্রী সাবেক ইউপি সদস্য মোসা: জান্নাতুল ফেরদৌসি প্রমুখ বক্তৃতা করেন। পরে সভায় সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুরূপভাবে উপজেলার ৫ইউনিয়নে থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গের অংশগ্রহনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবার, ২০২০ at ১৯:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএন/এমএআর