কেশবপুর পৌরসভা-সহ ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

যশোরের কেশবপুর পৌরসভা-সহ ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন এবং নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী আলোচনা সভা শনিবার করা হয়েছে। পৌরসভার কনফারেন্স রুমে বিট পুলিশ এস আই আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে পৌর সভার বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, মশিয়ার রহমান, মফিজুর রহমান খান, জাকির হোসেন, মনিরা খানম, মেহেরুন নেছা মেরী, পৌর আওয়ামী লীগনেতা মনোয়ার হোসেন মিন্টু, রমজান আলী, জাহাঙ্গীর আলম, জালাল উদ্দীন, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, বজলুর রহমান, সৈয়দ আকমল আলী, মদন সাহা অপু, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম, আব্দুল হালিম প্রমুখ। অনুরূপ ভাবে উপজেলার ১১টি ইউনিয়নেও বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

১৬ অক্টোবার, ২০২০ at ১৯:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এমএআর