কেশবপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শনিবার সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিট অফিসার এস আই তাপস কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান (বিপিএম)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শারফুদ্দীন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহম্মেদ খান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, তদন্ত ওসি ওহেদুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, শিক্ষিকা রীতা চক্রবর্তী, কবি পার্থ সারথী রায় চৌধুরী, প্রভাষক আলী আব্বাস, ইউপি সদস্য সম্ভুনাথ বসু, মহিলা আওয়ামী লীগের সালেহা বেগম, কুলসুম বেগম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হুসাইন প্রমুখ।