জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মুন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুন্টু মিয়া সদর উপজেলার ধারকী গ্রামের মুক্তার আলীর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার ধারকী প্রামানিক পাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে আব্দুল মতিন জয়পুরহাট শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় মুন্টু মিয়াসহ অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে মতিনের বড় ভাই আলম হোসেন বাদী হয়ে সদর থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে ২০১৭ সালে জেলা ও দায়রা জজ আদালত মুন্টু মিয়া সহ ৭ জনকে মৃত্যুদন্ড ও বাকী ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, মামলার পরেই পুলিশ ৮ আসামীকে গ্রেপ্তার করলেও মুন্টু মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। অবশেষে প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

১৬ অক্টোবার, ২০২০ at ১৮:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেএস/এমএআর