মতিহারে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিয়াজ আটক

রাজশাহী নগরীতে হেরোইন-ইয়াবাসহ রিয়াজ (২১) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে নগরীর মতিহার থানাধিন খোজাপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে মহানগর (গোয়েন্দা শাখা’র) ডিবি এসআই আমিনূল ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তার কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রিয়াজ একই থানার ডাসমারী এলাকার আসগরের ছেলে। এবং মাদক ব্যবসায়ী তেল রফিকের সালা।

ডিবি এসআই আমিনূল জানায়, মতিহার থানাধিন খোজাপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে খদ্দেরের সাথে হেরোইন-ইয়াবা বিক্রি করার সময় রিয়াজ নামের এক যুবককে ১৩ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা আটক করা হয়। তবে খদ্দের পালিয়ে যায়।

এ বিষয়ে রিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গত বৃহস্পতিবার রাতেই তাকে মতিহার থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি এসআই। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে মতিহার থানা সূত্রে জানা গেছে।

১৬ অক্টোবার, ২০২০ at ২২:২৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেএল/এমএআর