শান্তি ও স্বস্থির উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে নৌকায় ভোট চাইলেন মিলন

যশোর সদর শান্তি ও স্বস্তির উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে নৌকায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। শুক্রবার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া মোড়ে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, নৌকা বিজয়ী না হলে সদর উপজেলায় সন্ত্রাসীদের রামরাজত্ব কায়েম হবে। উন্নয়ন কার্যক্রমে গতি হারিয়ে যাবে। সন্ত্রাসী ও গডফাদাররা আবারো জেগে ওঠবে। চারদিকে ত্রাস সৃষ্টি হবে। উন্নয়নের মহাসড়কে সদর উপজেলার অবস্থান ধরে রাখতে নৌকায় ভোট দেওয়ার কোন বিকল্প নেই। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল প্রকার ভেদাভেদ ভুলে যেয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন নৌকা প্রতিকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

সদর উপজেলা যুবলীগের সদস্য বিএম টিপু সুলতানের সঞ্চলনায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন আক্তার খুশি, জেলা যুবলীগের সদস্য ওয়াহিদুজ্জামান বাবলু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন বাবু, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পান্নু, বর্তমান যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সাদ্দাম হোসেন ও ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোশাররফ হোসেন।

এছাড়া শহরের কাজীপাড়া, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মোড়ে প্রধান অতিথি হিসেবে নুরজাহান ইসলাম নীরা বক্তব্য রাখেন। এসব পদসভায় নৌকার পক্ষে গণজোয়ার উঠে। নৌকার স্লোগানে স্লোগানে পদসভা স্থলগুলো মুখরিত হয়ে উঠে। এসব পদসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়েরর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১৬ অক্টোবার, ২০২০ at ২০:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইচএম/এমএএস