বাঁকড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ওলিদ-বিন-হাবিব এ অভিযান পরিচালনা করেছেন।

বুধবার সকালে বাঁকড়া বাজারের ফার্মেসী, হোটেল ও কাঁচামাল বাজারে এ অভিযান চালানো হয়। ঔষধের মেয়াদ না থাকা, হোটেলে ওজনে কম দেয়া, ফ্রীজে একই সাথে মাছ মাংস রাখা, মিষ্টি রাখার জায়গা ও কারখানায় নোংড়া থাকা, কাঁচামাল বাজারে পেয়াজ ও রসুনের দাম বৃদ্ধির কারণে বিভিন্নভাবে প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়েছে। বাজারের নিউ ঘোষ ডায়েরীতে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় ৩ হাজার, মারুফা হোটেলে ৩৮ ও ৪৩ ধারায় ৫ হাজার, গাজী ভান্ডার ও জনতা ভান্ডারে ৩৮ ধারায় ১ হাজার, খান ফার্মেসীকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় তরকারী বাজারের সকল দোকানদারদের মূল্য তালিকা টাঙ্গানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

১৪ অক্টোবার, ২০২০ at ২০:১১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এমএএস