কামারখন্দে ভিজিডির ৩৫ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের কামারখন্দে খাদ্যবান্ধবের ৩৫ বস্তা চাউলসহ আল মাহমুদ (৪৫) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মের্সাস আয়ান ট্রেডাসের মালিক আল মাহমুদ, উপজেলার কামারখন্দ গ্রামের মৃত আমজাদ হোসেনে ছেলে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে ভিজিডি ও খাদ্যবান্ধবের চাউল কামারখন্দের হাঁট খোলা থেকে ৩৫ বস্তা চাউল জব্দ করা হয়। পরে মেসার্স মেহেদী ট্রেডার্সের প্রতিষ্ঠানে সরকারী চাউলের বস্তাসহ আল মাহমুদ নামে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-সহকারী খাদ্য পরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চালসহ আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

১৪ অক্টোবার, ২০২০ at ১৩:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এমএআর