সিরাজগঞ্জে কোরআনকে অবমাননা করায় ভন্ডপীর আটক

পবিত্র কোরআন শরিফে লাথি ও কোরআনের উপরে দাড়িয়ে অবমাননার দায়ে নুর ইসলাম (৪৫) নামের এক ভন্ডপীরকে আটক করেছে পুলিশ। সে নিজেকে পীর দাবি করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়।

বুধবার সকালে (১৪ অক্টোবর) চৌহালী উপজেলার রেহাইপুকুরীয়া গ্রাম থেকে ভন্ডপীর নুর ইসলাম কে আটক করা হয়। আটক নুর ইসলাম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরীয়া গ্রামের মৃত গোলাফ সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে মোবাইল চার্জ দিয়ে কোরআন শরিফের উপরে রেখে দেয় নুর ইসলাম। স্ত্রী জাহানারা আক্তার বাধা দেয়ার ভন্ডপীর উত্তেজিত হয়ে পবিত্র কোরআন শরিফটি ঘরের বাহিরে ছুড়ে ফেলে এবং তার উপরে দাড়িয়ে থাকে। এই দৃশ্য আশ-পাশের লোকজন দেখে নুর ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০ টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভন্ডপীর নুর ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, সকালে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১৪ অক্টোবার, ২০২০ at ১২:৪৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক//এমএআর