নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা সোমবার (১২অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তন হলরুমে এ সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, বক্তব্য রাখেনকমি, সহকারি শানার ভুমি আশারাফুল হক, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান মংহ্লা মামা, নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আ. ম. রফিকুল ইসলাম, মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি খাইরুল বাশার, মুক্তিযোদ্বা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দীন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা ডা. সিরাজুল হক, ১১বিজিবির প্রতিনিধি জোন জেসিও সুবেদার আহমদ কবির, ৩৪ বিজিবির প্রতিনিধি সুবেদার রফিকুল হক প্রমুখ।

আরও পড়ুন:
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ১১৬ সদস্য আটক
অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২০ বছর করে কারাদণ্ড
অর্থনীতিতে নোবেল পেলেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন

সভায় প্রধান অতিথি অধ্যাপক শফিউল্লাহ বলেন, উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে সকল কে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে।

এছাড়াও রামু সড়কের সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়। মাসিক আইন শৃঙ্খলা সায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

১২ অক্টোবার, ২০২০ at ১৮:০৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএকে/এমএএস