মহেশপুরের সাঁকোরখালে হাসপাতাল নিমার্ণের উদ্দেশ্যে মতবিনিময় সভা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাঁকোরখালে ২০ শয্যা বিশিষ্ট ভৈরবা সরকারি হাসপাতাল নির্মানের উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সাঁকোরখাল মোড়ে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, বাঁশবাড়ীয়া ইউপি সদস্য হাবিবুর রহমান সরকার, ইউপি যুবলীগের সাবেক সভাপতি ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুল হক বিশ্বাস (ইন্তা), আ’লীগ নেতা তাইজদ্দীন, নাজমুল হুদা জিন্টু, মাসুদ মল্লিক, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কাদের, সামসুল হুদা খাঁন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম, গিয়াসউদ্দিন ব্যাপারী, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি সামাউল ইসলাম প্রমুখ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৮ কোটি টাকা অর্থ বরাদ্দে বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটির কাজ দ্রুত শুরু করা হবে বলে জানান এমপি চঞ্চল। হাসপাতালটি স্থাপন হলে এই অঞ্চলের ৩টি ইউনিয়নের মানুষের কস্ট লাঘব হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর রহমান।

১২ অক্টোবার, ২০২০ at ১৬:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিএ/এমএআর