ধর্ষকদের শাস্তির দাবিতে নীলফামারীতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

সারা দেশে নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ১২ অক্টোবর সকাল ১০টায় নীলফামারী ডিমলা উপজেলা ডাঙ্গারহাটে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সংগঠন মহেন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আহ্বায়ক কমরেড ইউনুছ আলী, জেলা বাসদ সমস্য অজিবর রহমান, সংগঠনের জেলা সংগঠক ও ডিমলা উপজেলার সভাপতি জাকির হোসেন, সদস্য সাজু ইসলাম, প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশ ধর্ষণ পুরীতে পরিনত হয়েছে। যেই সরকারেব আসুন না কেন তারা ধর্ষদের মদত দেয়। অনেক সময় লোক দেখানো ধর্ষকদের গ্রেফতার করলেও তাদের সঠিক বিচার না করে দলীয় প্রভাব দেখিয়ে কিংবা টাকার বিনিময়ে ছেড়ে দেয়।

বক্তারা আরো বলেন, নারী-শিশু কেউই কোথাও নিরাপদ নেই। সরকারকে নারীদের নিরাপদ নিশ্চিত করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করে হবে।

১২ অক্টোবার, ২০২০ at ১৫:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আব/ইইই