কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

সুুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে মডেল থানার আয়োজনে থানা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) ইমরান আলম, পৌর ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটন, কুশনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ রায়, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী মহাদেব ঘোষ, সাধারণ সম্পাদক দিবস সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আহ্বায়ক দেবদাস ভট্রাচার্জ, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল মান্নান, এসআই ওয়াহেদ।

এছাড়াও কুশনা ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোসেন, দোড়া ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তারাপদো দাস সহ উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় করোনাকালীন সময়ে দূর্গাপূজা উদযাপনে সরকারি নির্দেশনা মেনে চলতে আগতদের দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মন্ডবে আসতে নারী-পুরুষ সকলকেই মুখে মাক্স ও পূজা মন্ডবে হাত ধোয়ার ব্যাবস্থা রাখতে নির্দেশনা দেওয়া হয়। ওসি জানান, আসন্ন শারদীয় দূর্গাপূজায় কোটচাঁদপুর উপজেলায় মোট ৪৫টি পূজা মন্ডবে দূর্গাপূজা উদযাপিত হবে। যার নিরাপত্তায় পুলিশ, আনসার বাহিনী ছাড়াও সেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে।

১০ অক্টোবার, ২০২০ at ২৩:২৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমআর/এমএআর