গোল উৎসবে রঙিন ব্রাজিলের শুরুটা

ইনজুরির জন্য মাঠের লড়াইয়ে অনিশ্চিত ছিলেন নেইমার। তবে কোচ আদেনর লিওনার্দো বাচ্চি ওরফে তিতের শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছিলেন এ ফুটবল সুপারস্টার। তবে তিনি গোলের দেখা পাননি।

নেইমারের ম্যাচে আলো ছড়িয়েছেন তারকা প্লেমেকার রবার্তো ফিরমিনো। পেয়েছেন জোড়া গোলের দেখা। সে সুবাদে বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে প্রতিপক্ষ বলিভিয়াকে।

ফলে গোল উৎসব দিয়েই দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নতুন মিশন শুরু করল বিশ্ব ফুটবলের অন্যতম এ পরাশক্তি।

করিন্থিয়ানস এরিনায় ম্যাচের ষোলতম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন মারকুইনহোস। পরে ৩০ ও ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রবার্তো ফিরমিনো।

৬৬তম মিনিটে ভুলে নিজেদের জালে বল জড়িয়ে দেন বলিভিয়ার ফুটবলার ক্যারাস্কো। ৭৮তম মিনিটে ব্রাজিলের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন ফিলিপ্পে কুতিনহো।

১০ অক্টোবার, ২০২০ at ১২:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বার্তা/এমএআর