টেন্ডার ছাড়াই চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়ের গাছ বিক্রি

যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর সরকারি বাওড়েরর ম্যানেজার ইমদাদ হোসেন কোন টেন্ডার বা নিলাম ছাড়াই বাওড়ের এবং বাওড় অন্তর্গত বিলের গাছ অবৈধভাবে বিক্রি করছেন বলেই অভিযোগ উঠেছে। শনিবার সকালে সেই গাছ নসিমনে (হাতে তৈরি এক ধরনের ইঞ্জিনচালিত বাহন) করে পৌরসদরের কুঠিপাড়া নামক স্থানে এক কাঠের মিলে নেওয়ার পথে কাঠ বোঝাই নছিমনসহ চালক সাংবাদিকের ক্যামেরা বন্দি হন।

যে গাছের আনুমানিক মূল্য প্রায় ২/৩ লাখ টাকার বেশি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও বাওড়ের এবং বিলের ভেড়ির পাড়ে যত মূল্যবান গাছ ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে ম্যানেজার সেগুলো সবই কেটে বিক্রি করেছেন। এসকল গাছের আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি বলে স্থানীয়দের দাবী।

নসিমন চালক বেড়গোবিন্দপুর গ্রামের শরিফুলকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বাওড় অফিস থেকে গাছ নিয়ে তিনি কাঠেরমিলে ( স’মিল) যাচ্ছেন। এই প্রথম নাকি আরো নিয়েছেন উত্তরে তিনি বলেন এর আগেও নিয়েছি।

জানতে চাইলে ম্যানেজার ইমদাদ হোসেন বলেন আমফানে পড়ে যাওয়া গাছ সেগুলো স্টোরে আছে। তাহলে গাছ নিয়ে যাচ্ছে কে প্রশ্নের কোনো উত্তর সদুত্তর তিনি দিতে পারেননি।

১০ অক্টোবার, ২০২০ at ১১:৫৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এফএস/ইইই