যুদ্ধবিরতিতে একমত আজারবাইজান-আর্মেনিয়া

বিরোধপূর্ণ অঞ্চল নাগারনো-কারাবাখে ১৪ দিন টানা সশস্ত্র সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া।

শীর্ষ কূটনীতিকরা শুক্রবার, রাশিয়ার উদ্যোগে মস্কোয় বৈঠকে বসেন আর্মেনিয়া ও আজারবাইজানের। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, শনিবার থেকেই যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া।

গত দুই সপ্তাহের সংঘাতে প্রায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে এ সংঘাত অবসানের আহ্বান জানান কিন্তু আজারবাইজান তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান।

১০ অক্টোবার, ২০২০ at ১০:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এফএস/ইইই