‘রেল পানি’ খাওয়ার অনুপোযোগী বলছেন-বুয়েট

রেলে চলাচলের সময় যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ব্র্যান্ড রেল পানি খেতে দাওয়া হয়। কিন্তু এ পানির মান নিয়ে প্রশ্ন উঠছে। বুয়েটের ল্যাব টেস্ট বলছে, এ পানি খাওয়ার অনুপযোগী। দেশের সব রেলস্টেশনের দোকানগুলো ও ট্রেনের ভিতরে অন্য সব কোম্পানির পানি বিক্রি বন্ধ। যাত্রীদের একটি কোম্পানীর পানিই খেতে দাওয়া হয়-রেলপানি।

১ সেপ্টেম্বর থেকে এ পানি সরবরাহের জন্য শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর সাথে পাঁচ বছর মেয়াদী চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। শুরুর দিন থেকেই মানহীনতার অভিযোগ যাত্রীদের। কেউ কেউ বলছে অন্য পানির তুলনায় রেলপানিটা বেশ কড়া। ‘রেলওয়ের এক কর্মচারী বলেন, অনেক যাত্রীই অভিযোগ করেন এ পানি মোটেও ভালো না।’

বুয়েট ল্যাবে ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ আইন ও ২০০৪ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া বিশুদ্ধ পানির মানদণ্ড অনুযায়ী পরীক্ষা করে এ পানি খাওয়ার অনুপযোগী বলে জানান, বুয়েটের (ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন) অধ্যাপক ড. এম এ জলিল। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বুয়েটের ফলাফল আমলে নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান।

১০ অক্টোবার, ২০২০ at ১০:১৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এফএস/ইইই