প্রেসিডেন্ট ট্রাম্প সুদানের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলকে স্বীকৃতি দিতে

সুদানের অবস্থা বেশ শোচনীয়। অর্থনীতি ধসে পড়ছে। আঠারো মাস ধরে এক অহিংস আন্দোলন করে সুদানের দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরকে ক্ষমতা থেকে সরানো হয়। এতে করে মূদ্রাস্ফীতি লাগামহীন হয়। দেশজুড়ে খাদ্য সংকটের আশংকা বেড়ে যায়। ট্রাম্প প্রশাসন এ অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিতে চাইছে

যুক্তরাষ্ট্রের খাতায় সুদানের নাম তখনো সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদত দেয় এমন দেশগুলোর তালিকায়। ট্রাম্প এবং ইসরায়েল সরকার এখানে তাদের জন্য একটা সুযোগ দেখতে পেলেন।

যুক্তরাষ্ট্রের খাতায় সুদানের নাম সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদত দেয় এমন দেশগুলোর তালিকায়।যদি সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তাহলে এই তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়া হবে। এর ফলে সুদানের জন্য অর্থনীতিকে স্থিতিশীল করার অনেক পথ খুলে যাবে।
ট্রাম্প প্রশাসন এসব দূর্বলতাকে প্রধান কৌশল হিসেবে ব্যাবহার করছে।

০৯ অক্টোবার, ২০২০ at ২১:৩৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এফএস/ইইই