ভিডিও সংশোধন করলেন অনন্ত জলিল

জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ধর্ষণের প্রতিবাদে গতকাল একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন। ধর্ষণকারীদের শাস্তি চাওয়ার পাশাপাশি অনন্ত নারীদের শালীনতা বজায় রেখে চলার আহ্বান জানিয়েও বক্তব্য দেন।

ভিডিওতে অনন্ত জলিল বলেন, ‘ভিনদেশি নাটক সিনেমা দেখে সেসব দেশের নারীদের মতো অশালীন পোশাক পরার চেষ্টা করে। এতে করে আল্লাহ তোমাদের যে চেহারা দিয়েছে সেই চেহারার দিকে না তাকিয়ে বখাটেরা তোমার ফিগারের দিকে তাকায়। এই তোমাদের অশালীন ড্রেসের কারণে তোমাদের ফিগারের দিকে তাকিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে বখাটে ছেলেরা এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে।’

অনন্তর এই বক্তব্য ঘিরে তুমুল সমালোচনার জন্ম হয়। অবশেষে সমালোচনার মুখে রবিবার দুপুরে আগের ভিডিও সরিয়ে ফেলেন অনন্ত। সেই সঙ্গে ভিডিওটি কারেকশন করে সন্ধ্যার দিকে নতুন ভিডিও প্রকাশ করেন।

এ বিষয়ে অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার আরাবী দেশ রূপান্তরকে বলেন, ‘মূলত ধর্ষণবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেই গতকাল ভিডিওটি প্রকাশ করা হয়। তবে পোশাক সংক্রান্ত কিছু কথার পরিপ্রেক্ষিতে অনেকেই সমালোচনা করেছেন। অনন্ত জলিল কোনো বিতর্কে জড়াতে চান না বলে সেই ভিডিও কারেকশন করে নতুন ভিডিও প্রকাশ করেন।’

তিনি আরও বলেন, ‘অনন্ত জলিল মূলত শালীন পোশাক পরার ইঙ্গিত করে কথাগুলো বলেছিলেন। কিন্তু অনেকেই বিষয়টি নেতিবাচকভাবে নেওয়ায় তা কারেকশন করা হয়েছে।’

এদিকে নতুন ভিডিও প্রকাশ করে অনন্ত জলিল নিজের ভ্যারিফায়েড ফেইসবুক পেইজে লিখেন, ‘গতকালকের ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার জন্য বলতে চেয়েছি। অনেকেই বিষয়টিকে পজিটিভ ভাবে নিয়েছেন আবার অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন, আমি কোন বিতর্কে জড়াতে চাইনা। তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

১১ অক্টোবার, ২০২০ at ২০:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দআর/ইইই