যুক্তরাষ্ট্রে গভর্নরকে অপহরণ পরিকল্পনাকারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে,‘উলভারিন ওয়াচম্যান’ নামে একটি দলের ৬ সদস্য মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা করছিলেন ।
করোনা মহামারিতে লকডাউন চলাচালে বেশ কড়াকড়ি আরোপ করেন মিশিগানের গভর্নর। এ কারণে লকডাউনবিরোধী অনেক মিছিলে তাকে জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করা হয়।

অভিযুক্ত ওই শ্বেতাঙ্গ দলটি বিশ্বাস করে, বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নর মার্কিন সংবিধানের অমর্যাদা করছেন। তাই উগ্রবাদী এ দলটি মিশিগানের গভর্নরকে অপহরণের ছক কষছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে অপহরণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এফবিআই।

এদিকে অপহরণ পরিকল্পনার প্রতিক্রিয়ায় গ্রেচেন হুইটমার গণমাধ্যমকে বলেছেন, ‘গভর্নর হিসেবে বাইবেল ছুঁয়ে শপথ নেয়ার সময় আমি জানতাম, কঠিন দায়িত্ব নিতে যাচ্ছি। কিন্তু এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে, তা ভাবিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ।’