নিষিদ্ধ ৪৭ অ্যাম্পুল ভারতীয় ইনজেকশনসহ আটক-১

বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল ৭ টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ-আল-মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর নুরনগর গ্রামের মাদক ব্যাবসায়ী এলেঙ্গা বাদশার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় আটককৃত আসামির বাড়ি থেকে নিষিদ্ধ ৪৭ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত আসামি হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে এলাঙ্গ বাদশা (৩৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

০৮ অক্টোবার, ২০২০ at ১৩:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এমএএস