হিজলগাড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ৭ অক্টোবর বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।

চুয়াডাঙ্গা সদর উপজেলা হিজলগাড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় হাসান পোল্ট্রি ফিডের মালিক মো. হাসান কে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ (গ) ধারায় ৪,০০০/-(চার হাজার টাকা মাত্র) এবং ট্রেড লাইসেন্স না থাকায় গার্মেন্টস ব্যবসায়ী লোকমান হোসেনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় ২,০০০/-(দুই হজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ের অটোতে রং করার কাজ পরিদর্শন করেন। যারা এখনো রং করেনি তাদের রং করার জন্য নির্দেশ দেন। গড়াইটুপি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২০ এর আইন শৃঙ্খলার বিষয়ে পরিদর্শন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য নির্দশনা দেন। সহযোগিতায় ছিলেন পেশকার মোঃ সোবহান আলী, অফিস সহায়ক মোঃ আরমান আলী এবং বেগমপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

০৭ অক্টোবার, ২০২০ at ২০:০৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এমএএস