সারাদেশে ধর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের জিরোপয়েন্ট এলাকায় সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রায় ঘন্টাব্যপী এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক খ.ম আব্দুর রহমান রনি, মাতৃভূমি অটিজম একাডেমির প্রতিষ্ঠাতা তিতাস মোস্তফা, নারী নেত্রী মাহবুবা সরকার প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যেকোন ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড এবং গণধর্ষণ এর ক্ষেত্রে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। কোন ধর্ষণ মামলায় প্রশাসনের কারো স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান বক্তারা।

০৭ অক্টোবার, ২০২০ at ১৯:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেএস/এমএএস