সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় যমুনা ফ্লাওয়ার ফুডস ৫০ হাজার ও এনজেল ফুডস বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানজিল পারভেজ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ এর কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। জরিমানাকৃত ব্যবসায়ীরা হলো, রামগাতী গ্রামের দেওয়ান তোফাজ্জল হোসেনের ছেলে দেওয়ান শহীদুজ্জামান (৪২) ও মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হাবিব (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতীতে সোমবার (৫ অক্টোবর) বিকালে ভাক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যমুনা ফ্লাওয়ার ফুডস্কে মেয়াদ উর্ত্তীণ লবণ ব্যবহার করে খাবার তৈরির অপরাধে এবং এনজেল ফুডস্ বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে উভয়কে ৫০ হাজার টাকা করে সর্ব মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

০৬ অক্টোবার, ২০২০ at ২২:১৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এমএএস