বেনাপোল সীমান্তে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সীমান্তের রঘুনাথপুর ও সর্বাঙ্গহুদা গ্রাম থেকে এ গাঁজার চালান উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে রঘুনাথপুর গ্রামের সুমনের বাড়ি অবস্থান করছে। এমন গোপন খবরে অভিযান চালিয়ে তার বাড়ির রান্না ঘরের মধ্যে থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, গোপন খবরে সর্বাঙ্গহুদা গ্রামের বকুলের বাড়ি তল্লাশী করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আসামিরা কৌশলে পালিয়ে যায়। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত গাঁজাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

০৫ অক্টোবার, ২০২০ at ২১:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমএস/এমএএস