বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন

বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা দাবিতে আজ ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (সাগর-রুনি মিলনায়তনে) সংবাদ সম্মেলন করেছেন বৃহত্তর যশোর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম।

১১ দফা দাবির পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর ও বৃহত্তর যশোরের উন্নয়নের বিষয়ে কথা বলেন কাজী রফিকুল ইসলাম ও যশোর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক কমরেড হারুন-অর-রশিদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল, এ্যাড. উজ্জল হোসেন, শিপন আলী, ফারুক হোসেন, আবু সাইদ, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান সিজার, আবুল কালাম আজাদসহ আরো অনেকেই।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মিয়া মাসুদুর রহমান।

এ সময় বক্তারা যশোরে আন্তর্জাতিক বিমান বন্দর ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী ঘাটে একটি সেতু নির্মানের যৌক্তিকতা তুলে ধরেন। এবং ১১ দফা দাবিতে প্রেস বিজ্ঞপ্তি পেশ করেন।

০৩ অক্টোবার, ২০২০ at ২০:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমএআরa