চৌগাছায় পাওয়ার টলি নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের নিচে

যশোরের চৌগাছায় পাওয়ার টলি নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হাজরাখানা-নারায়নপুর সড়কের পেটভরা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে চৌগাছা বাজার হতে সিমেন্ট, রড ও বালু ভর্তি করে স্যালো চালিত একটি টলি পেটভরা গ্রামের জৈনক ইউনুচ আলীর বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে পেটভরা গ্রামে একটি খালের ব্রিজ পার হতেই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং মালামাল ভর্তি টলি ব্রিজের নিচে উল্টে যায়। তবে চালক অক্ষত থাকেন।

টলি চালক পৌর এলাকার চাঁনপুর গ্রামের আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন জানান, ব্রিজ পার হয়ে ডানে বাক নিতেই টলি খালের দিকে উল্টে যায়। অবস্থা বুঝতে পেরে টলি থেকে নেমে নিরাপদে সরে দাঁড়ায়। টলির ব্যাপক ক্ষতি হলেও তিনি অক্ষত আছেন বলে জানান।

০৩ অক্টোবার, ২০২০ at ২০:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এমএআর