চৌগাছায় আমরাই আগামী সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান

যশোরের চৌগাছায় আমরাই আগামী সংগঠনের আয়োজনে চিকিৎসা বঞ্চিত দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মনোয়ারা বেগম ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে এ ক্যাম্প পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মন্টু মিয়া, ইউপি সদস্য ইউনুচ আলী, সাংবাদিক শামীম রেজা, সাংবাদিক টিপু সুলতান, ফিরোজ হোসেন।

আমরাই আগামী সংগঠনের সভাপতি আজিমুর সোহান, সহ-সভাপতি শতদ্রু হোসেন, ফাহাদ-আল-তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলম রিদয়, জিসান আহমেদ, রাজিব ঘোষ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল সায়েম, অমিত, জিসান, কাব্য, সুমন, ইশান, লিখন, শুভ, জিল্লুর রহমান, জিম, সজীব, সোহান, তকি, ইয়ামিন, সাকলাইন, সাব্বির, দিপু, নাহিদ মামুন, অরিনসহ স্থানীয় ভলেন্টিয়াররা।

ব্লাড গ্রুপিং এ দায়িত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হোসেন, রমজান আলি। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ৭’শ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা করা হয়।

০৩ অক্টোবার, ২০২০ at ১৯:১৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এমএএস