কোটচাঁদপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

“মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাসের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্তাবধায়নে ও উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বলুহর গ্রামে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী রুহুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী প্রকৌশলী রুহুল ইসলাম জানান, বর্তমান সরকার সারা দেশের সড়ক সংস্কার ও মেরামতের জন্য বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাসের ঘোষণা করেন।
দীর্ঘ আড়াই কিলোমিটার সড়ক সংস্কার কাজে যোগদেন ১০ জন এলসিএস নারী সদস্য।

০১ অক্টোবার, ২০২০ at ১৯:০১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএমআর/এমএআর