নওগাঁর বদলগাছীতে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী নিয়ে নিয়মিত কর্মসূচীর অংশ মোতাবেক আবারও বিশাল আকৃতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবানে দলমত নির্বিশেষে এলাকার জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে শতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করে।

সবার একই দাবী ৭৮১-৮২১ অব্দ: পর্যন্ত এক সময় পাহাড়পুর বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল। এখানকার আচার্য ছিলেন বিখ্যাত পন্ডিত শীলভদ্র ও অতিশ দিপংকর। সেই স্মৃতি পূন:প্রতিষ্ঠায় পাহাড়পুর বিশ্ববিদ্যালয় এখন জনগণের প্রাণের দাবী।

মানববন্ধনে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত পরিষদের সদস্য সচিব বৈদ্যনাথ টপ্য, যুগ্ম আহবায়ক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর,

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বদলগাছী কারিগরি কলেজের প্রভাষক মোঃ গোলাম কিবরিয়া, বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, পাহাড়পুর আদিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, গোবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস,এম মনিরুল ইসলাম সাজু, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান হিরা, যুগ্ম আহবায়ক কারিম হোসেন, মোঃ মোস্তাক জাকারিয়া, বিরু প্রমূখ।

২৭ সেপ্টেম্বর, ২০২০ at ২২:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইচ/এমএএস