অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন। রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি মারা যান বলে তার ছেলে সুমন মাহবুব জানান।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ মুক্ত হলেও এক সপ্তাহ আগে হঠাৎ তার শরীরিক অবস্থার অবনতি ঘটে।

মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭৫ সালে হাই কোর্টে আইন পেশায় যুক্ত হন।

২৭ সেপ্টেম্বর, ২০২০ at ২০:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর