দেশে এক মাসেই ইন্টারনেট ব্যবহারকারী বাড়ল ৩০ লাখ

করোনায় ইন্টারনেট ব্যবহার বেড়েছে। গত জুলাই মাসে দেশে ৩০ লাখ নতুন সংযোগ যুক্ত হয়েছে নেটওয়ার্কে। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৬৪ লাখ ১০ হাজার। এক মাসে এই সংযোগের পরিমাণ ছিল ১০ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য বলছে, মে মাসের চেয়ে জুনে বেড়েছিল ১৩ লাখ সংযোগ। দেশে এখন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ ৮৫ লাখ ৭১ হাজার।

অন্যদিকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার পাশাপাশি দেশে বেড়েছে মোবাইল সংযোগের সংখ্যাও। জুলাই মাসে মোবাইল সংযোগ বেড়েছে ৩০ লাখের মতো। আর এতে এখন দেশে মোবাইল সংযোগের পরিমাণ হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার।

১৮ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কাক/এমএআর