শিবগঞ্জে যুবকদের মাঝে গাভী পালনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

“ দক্ষ যুব শক্তি, স্বনির্ভর অর্থনীতি, যুবই সম্পদ, যুবই ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্তৃক গাভী পালনের উপর সপ্তাহ ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কোর্সে ২৫ জন যুবক অংশ নেয়। গবাদি প্রাণী পালন ও প্রাথমিক চিকিৎসা (এপ্লাস) ওয়াইটিসি বগুড়া সার্জেন্ট (অবঃ) আবু তাহের মোঃ আঃ বারী এ কোর্সের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কোর্স চলাকালে বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সহঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসফিকুর রহমান।

১৭ সেপ্টেম্বর, ২০২০ at ২০:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এমএএস