দল বদল নাটকের পর মেসির প্রথম গোল

বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। অনেক নাটকের পর অবশ্য কাতালান ক্লাবেই থেকে যান আর্জেন্টাইন তারকা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে আবারো ট্রফি জয়ের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই প্রস্তুতি পর্বে জিরোনার বিপক্ষে বুধবার জোড়া গোল পেলেন মেসি। দল বদল নাটকের পর এদিনই প্রথম গোল পাওয়া মেসির।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের দল। এটি ছিল বার্সার দ্বিতীয় প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। এর আগে শনিবার জিমনাস্টিক দে তারাগোনার বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল বার্সা। সেই ম্যাচে মেসি খেললেও গোল পাননি।

এদিন ২১ মিনিটে ফিলিপে কুতিনহো প্রথম এগিয়ে দেন বার্সাকে। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় মেসির পায়ে। বিরতির পর অবশ্য জিরোনার পক্ষে ব্যবধান কমান (১-২) স্যামুয়েল সাইজ। ৫১ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল আদায় করেন।

দুটি গোলই মেসি করেছেন ডি-বক্সের বাইরে থেকে দেখার মতো শটে। প্রথম গোলটি ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে জালে জড়ায়। দ্বিতীয় গোলটি করেন বাঁ-পায়ে। সব অভিমান ভুলে এলএম টেন যে নতুন মৌসুমে বার্সার হয়ে উজাড় করে দিতে তৈরি, সেটিরই যেন প্রমাণ রাখলেন।

১৭ সেপ্টেম্বর, ২০২০ at ১২:০৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর