যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি প্রাণ গেল করোনায়

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৯৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।

ভারতে কভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন রোগী পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩৯ হাজার ১১১ জন। মারা গেছেন ৮২ হাজার ৯১ জন। ব্রাজিলে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৭৩ হাজার ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন।

১৬ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর