গরীব অসহায় মানুষদের পুষ্টি চাহিদা পূরণে রোটার‍্যাক্ট ক্লাব অব যবিপ্রবি

সারাবিশ্বে করোনা ভাইরাসের মহামারী চলছে। মহামারীর কারণে দীর্ঘদিন লকডাউন থাকায় মানুষের আয় রোজগার কমে গিয়েছে। বিশেষ করে গরীব অসহায় মানুষদের। সেজন্য গরীব অসহায় মানুষদের পুষ্টি চাহিদা পূরণে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে রোটার‍্যাক্ট ক্লাব অব যবিপ্রবি।

এই কর্মসূচীর মূল উদ্দেশ্য গরীব অসহায় মানুষের মৌলিক পুষ্টি চাহিদা পূরণ করা। এজন্য তারা যশোরের নওয়াপাড়ায় বিভিন্ন ফলের দোকান, শুকনো খাবারের দোকানে একটি করে বাস্কেট প্রদান করেছে। সেই বাস্কেটে যে কেউ তার সামর্থ্যমত তার ক্রয়কৃত খাদ্যসামগ্রী থেকে শুকনো খাবার বা ফল প্রদান করতে পারবে অসহায় মানুষদের জন্য।

সেখান থেকে যারা নিয়মিত পুষ্টিকর খাদ্য ক্রয় করতে পারে না, তারা খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবে। রোটার‍্যাক্ট ক্লাব অব যবিপ্রবির সভাপতি মেহেদী রাহাত মাসু্ম এই কর্মসূচির নেতৃত্ব দেন। এই সময় অন্যান্য সদস্য উপস্থিত ছিল। উল্লেখ্য রোটার‍্যাক্ট ক্লাব অব যবিপ্রবি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

১৫ সেপ্টেম্বর, ২০২০ at ১৭:৫২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এফএফ/এমএএস