জয়ে শুরু চেলসির

নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে চেলসি। ব্রাইটনকে হারা হারিয়েছে ৩-১ গোলে।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধে ব্রাইটন ম্যাচে সমতা ফেরালেও সেটি খুব বেশিক্ষণ সেটি স্থায়ী হয়নি। রিস জেমস নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

এদিন ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে চেলসিকে লিড এনে দেন জোরগিনহো। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে ব্রাইটনের পক্ষে সমতা ফেরান লিন্দ্রো ট্রোসার্ড।

তবে দুই মিনিটের মধ্যে ফের লিড নেয় চেলসি। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করেন রিস জেমস। ৬৬ মিনিটে জেমসের নেওয়া কর্নার থেকে গোল করেন কার্ট জোউমা। শরীরের ভারসাম্য ঠিক রেখে যেভাবে তিনি গোল করেছেন সেটিও ছিল দেখার মতো।

গত বছর চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল চেলসি। এবার অবশ্য দলবদলে তারা বেশ অর্থ খরচ করেছে। সমর্থকদের প্রত্যাশাও বড়। ব্রাইটন গত মৌসুম শেষ করেছিল ১৫তম স্থানে থেকে। সেবার তাদের মাঠ থেকে চেলসিকে ফিরতে হয়েছিল ১-১ গোলের ড্র নিয়ে। এবার অবশ্য জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে তারা।

১৫ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর