বিপ্লবী বাঘাযতীন এর ১০৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ও মাছের পোনা অবমুক্ত

ঝিনাইদহের হরিণাকন্ডুুতে বৃটিশ বিরোধী আন্দোলন তথা বাঙ্গালী জাতির দুইশত বছরের দ্বাসত্বের শিকল ভাঙ্গার আন্দোলনের মহানায়ক বিপ্লবী বঘাযতীন এর ১০৫ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা সহ নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমূক্ত করা হয়েছে। শনিবার বিকালে হরিণাকন্ডুু উপজেলার রিশখালী গ্রামে বাঘাযতীনের পৈতৃক ভিটা প্রাঙ্গনে মহানায়ক বিপ্লবী বঘাযতীন এর ১০৫ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা হয়।

হরিণাকন্ডুু উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শণ বিভাগের অধ্যাপক ড.সিদ্ধার্থ শংকর, ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধূরী, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মোহাম্মদ আলীসহ অনেকে। এসময় বিপ্লবী বাঘাযতীনের পৈতৃক ভিটায় তার স্মৃতিকে ধরে রখতে স্থাপনা নির্মাণে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।স্মরণসভায় বিপ্লবী বাঘাযতীন একাডেমীর সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা স্বাগত বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী সুমন শিকদার।

অতিথিগন তাদের বক্তব্যে বাঙ্গালীকে বৃটিসের দ্বাসত্ব মূক্ত করার আন্দোলনে বাঘাযতীনের কৃতিত্ব ও অবদানের কথা তুলে ধরেন। বক্তারা, বিট্রিশ বিরোধী আন্দোলনে বাঘা যতীদের অবদান ও জীবন দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এর আগে বিপ্লবী বাঘাযতীন একাডেমীর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়।

১৩ সেপ্টেম্বর, ২০২০ at ১৯:৩৩:৪৩ (GMT+06)
দেশদর্পণ/আক/কেএল/এনআফটি