স্বেচ্ছাসেবী সংগঠনের মাস্ক বিতরণ

করোনার প্রভাবে মানুষ পূর্বের ন্যায় আতঙ্কিত না হলেও এ ভাইরাসের ভয়াল থাবা এখনো বিদ্যমান। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ, অকালে ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে। একমাত্র সচেতনতা বৃদ্ধিতেই এ ভাইরাস রোধ করা সম্ভব। সচেতনতা বৃদ্ধির লক্ষে দেশব্যাপী সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক, রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো প্রতিনিয়ত করোনা প্রতিরোধক সরঞ্জামাদি বিতরণ ও জনসচেতনতায় কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে জয়পুরহাট শহরের স্টেশন রোড এলাকায় পথচারিদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে মানবিক বাংলাদেশ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য প্রভাষক সুমন কুমার সাহা, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, মানবিক বাংলাদেশ সোসাইটি জয়পুরহাট জেলা শাখার সহ- সভাপতি প্রভাষক গোলাম আহমেদ চৌধুরী বাদশা, যুবনেতা সুমনুর রহমান, প্রচার সম্পাদক রিফাত হোসেন সহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের মানবিক কর্মীবৃন্দ।

১৩ সেপ্টেম্বর, ২০২০ at ১৯:১৭:০৮ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইচ/এনআফটি