নতুনধারা কুমিল্লা জেলা আহবায়ক হলেন প্রকৌশলী লিলি

প্রকৌশলী লিলি চক্রবর্তীকে আহবায়ক ও আ হ ম সাঈদ কামালকে সদস্য সচিব করে নতুনধারা বাংলাদেশ এনডিবি কুমিল্লা জেলা আহবায়ক অনুমোদন দিয়েছেন চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং মহাসচিব নিপুন মিস্ত্রী। ১২ সেপ্টেম্বর দুপুরে অনুমদিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক জারিন চৌধুরী, কায়সার আহমেদ, সদস্য- সুশান্ত হাজরা, রহিম মো. আজাদ, শেখ মুজিবুর রহমান নান্টু, সাকিল হাসান, বিমল চন্দ্র কর্মকার, আবিদুর রহিম এবং ডা. জীবন চৌধুরী (এমবিবিএস-অব.)
নভেম্বরে অনুষ্ঠিতব্য নতুনধারা বাংলাদেশ এনডিবির জাতীয় সম্মিলনকে কেন্দ্র করে সকল শাখার কার্যকরি কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের সূত্রতায় ‘রি-অরাগানাইজিং টিম’-এর তত্বাবধায়নে দেশের ৪৪ টি জেলা ও ১০৪ টি উপজেলার কার্যকরি কমিটি বিলুপ্ত করার ধারাবাহিকতায় আহবায়ক কমিটি অনুমোদনের কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচী চলাকালে বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা এবং সকল বীরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-সন্ত্রাস-খুন-গুমমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগ্রহী যে কেউ চাইলেই ০১৯৭২-৭৪০০১৫ নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করলেই প্রাথমিক সদস্য করে রিপ্লাই ম্যাসেজ এবং কল করা হবে বলে জানিয়েছেন প্রেসিডিয়াম মেম্বার রাজেন্দ্র দাস মন্টু।