রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গাছের চারা রোপন

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন ফলজ ও বনজ শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। শুক্রববার বিকেলে রায়পুর সরকারি কলেজ প্রঙ্গনে এ চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, মো: শাহাদাত হোসেন শরিফ, সাধারণ সম্পাদক, জিয়াউল করিম নিশান, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক, মো: শরিফ হোসেন, মো: নিশান, সাইফ সাইফুল, মেহেদী হাসান এ্যানি, নাহিদুল ইসলাম জাবেদ, মো: রবিন প্রমুখ।

ছাত্রলীগ নেতারা বলেন, সবুজে থাকুন সবুজে বাঁচুন জননেত্রী শেখ হাসিনার এ স্লোগানকে সামনে রেখে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মানুষ ভালো থাকতে হলে গাছ লাগানোর কোন বিল্পন নেই। দূষিত পরিবেশ থেকে মানুষকে সুস্থ রাখার জন্য পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বরে এবং বাড়ির আঙ্গিনায় গাছ লাগানোর জন্য উব্দুদ্ধ করা হবে। এ জন্য ছাত্রলীগ ঐক্য হয়ে কাজ করছে।

১১ সেপ্টেম্বর, ২০২০ at ১৯:৩৮:৪৪ (GMT+06)
দেশদর্পণ/আক/একে/এনআফটি