তালা কেটে প্রায় ৬০ লক্ষাধিক টাকার কীটনাশক ঔষধ চুরি

বগুড়ার ঘোড়াধাপ বন্দরে মেসার্স জীবন এন্টারপ্রাইজের দোকান ঘরের তালা কেটে কে বা কারা প্রায় ৬০ লক্ষাধিক টাকার কীটনাশক ঔষধ চুরি।

স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, ৯ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত গভীররাতে বগুড়া সদরের নুনগোলা ইউপির ঘোড়াধাপ বন্দরে জীবন এন্টারপ্রাইজের দোকান ঘরের তালা কেটে প্রায় ৬০ লক্ষাধিক টাকার কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে যায়। মার্কেটের মালিক আফজাল হোসেন ১০ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে দোকানের গ্রীল ও শাটার খোলা দেখতে পেয়ে মেসার্স জীবন এন্টারপ্রাইজের মালিক মোঃ আবু হোসেনকে খবর দিলে তাৎক্ষণিক মালিক পক্ষ বগুড়া সদর থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে ঘটনার স্থলে বগুড়া সিনিয়র সহকারী পুলিশ সুপার সোনাতন চক্রবর্তী, সদর থানার ওসি হুমায়ন কবির, ওসি তদন্ত রেজাউল করিম রেজা সহ পুলিশ কর্মকর্তারা ঘটনার স্থল পরির্দশন করেন। এব্যপারে জীবন এন্টারপ্রাইজের মালিক আবু হোসেন জানান, আমার দোকান হতে কীটনাশক ঔষধ, কম্পিউটার, নগদ টাকাসহ প্রায় ষাটলক্ষাধিক টাকার মালা মাল নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় পুলিশ কর্তৃক বাজারের নাইটগার্ড ইসমাইল হোসেন(৫০) কে জিজ্ঞাসাবাদের জন্য অটক করে নিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

১০ সেপ্টেম্বর, ২০২০ at ২০:৩২:২৮ (GMT+06)
দেশদর্পণ/আক/এনআর/এনআফটি