চাল কুমড়ার মধ্যে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ॥ আটক-১

যশোরের চৌগাছা থেকে যশোর শহরে অভিনব কায়দার ফেন্সিডিল নেয়ার সময় ৭৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে একটি ইজিবাইক। মঙ্গলবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের মসিয়ুর নগর মোড় থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই বজলুর রহমান ও কনেষ্টবল সাইদুর রহমান মসিয়ুর নগর মোড়ে অবস্থান নেয়। এ সময় ব্যাটারী চালিত একটি ইজিবাইক তল্লাসি করে ৩ টি চাল কুমড়ার জব্দ করেন। চাল কুমড়ার মধ্য হতে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রহমত আলীকে (৫৫) পুলিশ আটক করে। আটককৃত রহমত আলী উপজেলার পিতাম্বরপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

এসআই বজলুর রহমান জানান, রহমত আলী একজন মাদক ব্যবসায়ী সে নিজে ইজি বাইকের চালক সেজে ৩ টি চাল কুমড়ার মধ্যে ফেন্সিডিল ভরে কুমড়া তিনটি তার পায়ের কাছে রেখে যাত্রী বিহীন ইজিবাইক নিয়ে যশোরের দিকে যাচ্ছিল।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ফেনসিডিল উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

০৮ সেপ্টেম্বর, ২০২০ at ২০:০৫:২১ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এনআফটি