পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড, ভ্রাম্যমান আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা।

জানা যায়, শনিবার উপজেলার বিহার ইউনিয়নের ধামাহার গ্রামের দিনমজুর মানছুর রহমান তার স্কুল পড়া নাবালিকা কন্যা মোছাঃ মাসুমা আক্তার (১৪) কে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিলে শিবগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে। থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামন এর নির্দেশে এসআই শহীদ-১ সহ ফোর্স ঘটনাস্থলে পৌঁছিলে বাল্য বিয়ে পন্ড হয়।

এসময় বর শিবগঞ্জ পৌর এলাকার কানুপুর গ্রামের মৃত: ঠান্ডু মিয়া’র পুত্র মোমিনুল ইসলাম (২৩), ধামাহার গ্রামের মানছুর রহমান এর কন্যা (কনে) মোছাঃ মাসুমা আক্তার (১৪), এইক গ্রামের বরকতুল্ল্যা শেখ, গোলাম কবীর, তৌফিক হোসেন, কলিম উদ্দিন, জয়পুরহাট জেলার কলাই থানার এলোতা গ্রামের আব্দুর রাজ্জাককে আটক করে।

পরে আটকৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর হোসেন নিকট হাজির করা হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে বর-কনে সহ কয়েক জন কে আটক করা হয়েছে।

০৬ সেপ্টেম্বর, ২০২০ at ১৭:৩৫:২৪ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এনআফটি