রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনা রোগীর মৃত্যু নেই

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার বিভাগে চারজনের মৃত্যু হয়। তবে গত ২৪ ঘণ্টায় নতুন ৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৮৬ জন।

শনিবার এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য। তিনি জানান, বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, সিরাজগঞ্জে ১২ জন এবং ৯ জনের মৃত্যু হয়েছে পাবনায়।

শুক্রবার বিভাগে শনাক্ত হওয়া নতুন ৮২ জন করোনা রোগীর মধ্যে ৩৭ জন বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, জয়পুরহাটে ১৯ জন এবং সিরাজগঞ্জে ১৪ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৬৮ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬ হাজার ৮৮৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৬৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭১৭ জন, নওগাঁয় এক হাজার ১৮১ জন, নাটোরে ৮৬৭, জয়পুরহাটে ৯৭৮, সিরাজগঞ্জে ১ হাজার ৯৮৪ জন এবং পাবনায় এক হাজার ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার সুস্থ হওয়া ৮৬ জনের মধ্যে ৪১ জন বগুড়ার। এছাড়া করোনা জয় করেছেন রাজশাহীর ১৮ জন, নাটোরের ২২ জন এবং পাবনায় ৫জন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭১৯ জন।

এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৩৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৫১ জন, নওগাঁর এক হাজার ৪৮ জন, নাটোরের ৬৪৯ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার ৫ হাজার ৮৪২ জন, সিরাজগঞ্জের এক হাজার ১৫৬ জন এবং ৮৯৮ জন করোনামুক্ত হয়েছেন পাবনায়।

০৫ সেপ্টেম্বর, ২০২০ at ১৮:২১:২৩ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এনআফটি