শিবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপমের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। এই আদেশের ফলে তিনি এখন তার পদে বহাল থাকতে পারবেন। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ মাহমুদ হাসানের যৌথ বেঞ্চ গত ১ সেপ্টেম্বর এ আদেশ দেন।

গত ৭ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রে ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপমের বিরুদ্ধে সরকারি নিয়মনীতি ব্যতয় ঘটিয়ে অনিয়মের অভিযোগে সাময়িক বরাখাস্তের আদেশ জারি করেন। চেয়ারম্যান রূপম এই আদেশের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট থেকে বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।

বুধবার চেয়ারম্যান রূপম হাইকোটের আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করনে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর বলেন, আদেশের কপি হাতে পেয়েছি। আইনের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

২ সেপ্টেম্বর, ২০২০ at ২১:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এমএএস