রাজশাহীতে করোনায় একদিনে আক্রান্ত ৭০, সুস্থ ১৫৪

রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৭০ জন। মঙ্গলবার বিভাগজুড়ে ১৫৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বুধবার নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য। তিনি জানান, মঙ্গলবার রাজশাহী জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৬১ জন। বিভাগের মধ্যে এ পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

মঙ্গলবার শনাক্ত ৭০ জনের মধ্যে সর্বোচ্চ ২৪ জনের বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীতে ১৭ জন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে একজন এবং সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ১৪ জন শনাক্ত হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৯৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৭৬১ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৫৯৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০২ জন, নওগাঁয় এক হাজার ১৫৬ জন, নাটোরে ৮৫৫, জয়পুরহাটে ৯৫৭, সিরাজগঞ্জে ১ হাজার ৯৪৮ জন এবং পাবনায় করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২০ জন।

মঙ্গলবার সুস্থ হওয়া ১৫৪ জনের মধ্যে ৫২ জনের বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীতে ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় একজন, নাটোরে ১৩ জন, সিরাজগঞ্জে ৪১ জন এবং পাবনায় ছয়জন করোনা জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ২১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৫১ জন, নওগাঁর এক হাজার ৩৪ জন, নাটোরের ৬১৬ জন, জয়পুরহাটের ২২৮ জন, বগুড়ার ৫ হাজার ৬৯২ জন, সিরাজগঞ্জের এক হাজার ১৪৪ জন এবং পাবনার করোনামুক্ত হয়েছেন ৮৮১ জন।

২ সেপ্টেম্বর, ২০২০ at ২০:২৯:৪৯ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এনআফটি